Posts

Showing posts from April, 2022

ইউক্রেনে হস্তক্ষেপকারীরা বিদ্যুৎ গতির জবাব পাবে: পুতিন

Image
  ছবি: সংগৃহীত ইউক্রেনে কোনো দেশ হস্তক্ষেপ করতে তাদেরকে বিদ্যুৎগতির জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আমাদের সব ধরনের উপকরণ আছে... দরকার হলে আমরা তা ব্যবহার করবো। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে বুধবার তিনি এই মন্তব্য করেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ভ্লাদিমির পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের কথাই বলেছেন বলে মনে করা হচ্ছে। তবে যুদ্ধে যেন রাশিয়াকে ইউক্রেন হারাতে পারে, সেজন্য কিয়েভের সহযোগী দেশগুলো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে। আরো পড়ুন:  ইউরোপের আরো দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

ঈদের পর বিএনপির হাইকমান্ডের মুখোশ উন্মোচনে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন

Image
  ফাইল ফটো বিএনপিতে যোগ্যদের অবমূল্যায়ন আর অযোগ্যদের অতিমূল্যায়ন করার অভিযোগ নিয়ে ঈদের পর সংবাদ সম্মেলন করবেন দলটির বহিষ্কৃত নেতারা। সংবাদ সম্মেলনে তারেক রহমানসহ হাইকমান্ডের মুখোশ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি জানিয়েছে। সূত্র জানায়, বিএনপিতে যোগ্যদের অবমূল্যায়ন আর অযোগ্যদের অতিমূল্যায়ন নতুন কিছু নয়। অযোগ্য নেতারা এখন অতিমূল্যায়িত হচ্ছেন। অন্যদিকে, সিনিয়র নেতারা অপদস্থ হচ্ছেন। আর যারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তারা একজোট হয়ে দলের হাইকমান্ডের মুখোশ খোলার প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি আরো জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। পুনর্গঠনের নামে টাকার বিনিময়ে সামনের সারিতে চলে আসে অযোগ্যরা। এতে দলটির বর্ষীয়ান নেতাদের সঙ্গে হাইকমান্ডের সম্পর্কের অবনতি ঘটে। তারেক রহমানসহ হাইকমান্ডের মুখোশ উন্মোচনের এ উদ্যোগ নিচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, খুলনা বিএনপির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নজরুল ইসলাম মঞ্জু ও দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সূত্রটি জানায়, বঞ...

মালয়েশিয়ায় ২৪৮ অভিবাসী আটক

Image
  ছবি: সংগৃহীত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলেয়াংয়ে অভিযান চালিয়ে ২৪৮ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সকালে সেলেয়াং ও কুয়ালালামপুর পাইকারি বাজার থেকে তাদের আটক করা হয়। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ জানিয়েছেন, আটকদের মধ্যে ২০৫ জন পুরুষ ও ৪৩ জন নারী।  সংশ্লিষ্ট খবর   মেক্সিকোতে চারদিনে প্রায় ৬ হাজার অভিবাসী আটক

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

Image
  সাকিব আল হাসান টি-২০ সংস্করণে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। মোট ১০ জনের এই তালিকায় অবশ্য মাত্র ৫ জনের নাম প্রকাশ করেছে আইসিসি। এই তালিকার বাকি ৫ জন কারা, সেটা দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট অবশ্য উল্লেখ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শীর্ষে থাকা ওয়াটসনের মোট রেটিং পয়েন্ট ৫৫৭। দুই নম্বরে নাম প্রকাশ না হওয়া পাকিস্তানি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪১২। চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার। পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)।

দুদকের মামলায় জামিন পাননি সম্রাট

Image
  ইসমাইল চৌধুরী সম্রাট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।  বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ -এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, গত ১৩ এপ্রিল সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে জামিন শুনানি শুরু হয়। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেন আদালত।   গত ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেন। পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন। আরো পড়ুন>  সফর শেষে ঢাকা ছেড়েছেন ডেনমার্কের রা...

ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

Image
  ছবি: অ্যান্তোনিও গুতেরেস মস্কোর পর এবার ইউক্রেনে পৌঁছালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বেসামরিক মানুষদের উদ্ধার নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এক টুইটবার্তায় বুধবার ইউক্রেনে পৌঁছানোর তথ্য জানিয়েছেন গুতেরেস। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জাতিসংঘের মহাসচিব টুইটারে লেখেন, মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি। আমরা মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাব এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এছাড়া তিনি এ সংঘাত শেষ করার আহ্বান জানান। আরো পড়ুন:  ককপিটে সিগারেট ধরিয়েছিলেন পাইলট, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ৬৬ জনের

দেশে প্রথমবারের মতো মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড

Image
  ফাইল ছবি দেশের মোবাইল অপারেটরগুলো ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো। প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মোবাইলের মেয়াদবিহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে। এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। এর আগে ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডেটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

মাত্র ১৩ বছর বয়সেই গ্র্যাজুয়েট!

Image
  ছবি: সংগৃহীত মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে আলোচনায় ইলন মাস্ক। এবার জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কেনার কথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এমন ঘোষণা দিলেন। ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা-কোলা কিনছি।' এ বিষয়ে কোকা-কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছিল—প্রথম দিকে কোকা-কোলা'য় কোকেন ব্যবহার করা হত কিন্তু ১৯০০ সালের দিতে তা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, টুইটারের পুরো শেয়ার কিনতে তার খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। এবার পুরো মালিকানাই তার দখলে।

৬ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

Image
  আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক কেজি আইস ও ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ছয় কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ার দ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ও সৈয়দ সালাম।  লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে টেকনাফের দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ার দ্বীপ এলাকায় মাদকের একটি চালান আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপের কেওড়া বাগানে অবস্থান নেয়।

রুবলে রাশিয়ার গ্যাস কিনছে ইউরোপের চার দেশ

Image
  ছবি: সংগৃহীত অবন্ধুসুলভ দেশগুলো রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাইলে এর মূল্য পরিশোধ করতে হবে দেশটির মুদ্রা রুবলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চের শেষে এ ঘোষণা দেন। পুতিনের এই ঘোষণার পর ইউরোপের চার দেশ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের মূল্য রুবলে মূল্য পরিশোধ করছে। রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গাজপ্রমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন এক ব্যক্তির বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হচ্ছে। গোপন বিষয়, তাই নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, রাশিয়ার গ্যাস কিনতে অন্যান্য অনেক ক্রেতাই ক্রেমলিনের শর্ত প্রত্যাখ্যান করেছে। বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। তবে পরবর্তী অর্থ প্রদানের সময় আগামী মে মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত কোথাও গ্যাস সরবরাহ বন্ধের আশঙ্কা নেই। গত মার্চে অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য শর্ত বেঁধে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ক্রেতাদের গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হবে। এ জন্য তাদের গাজপ্রমের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ইউরো ও ডলারে পরিশোধিত অর্থ রুবলে রূপান্তর করতে হব...

সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর

Image
  ছবি: সংগৃহীত আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর বা ভাগ্য রজনী । যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কোরানে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে। “আমি এটি নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আপনি জানেন কি? কদরের রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এ রাতে আল্লাহর নির্দেশে ফিরেশতা ও রুহুল আমীন অবতরণ করে। ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তা  বিতরণ অব্যাহত থাকে (সুরা আর কদর, আয়াত ১-৫)। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

রাঙ্গামাটিতে নির্মাণাধীন ব্রিজ ধসে শ্রমিক নিহত, আহত ১৬

Image
  ছবি : ডেইলি বাংলাদেশ রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দেপ্যছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতের নাম মো. রফিক। তিনি শহরের ২ নম্বর পাথর ঘাটা এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, ঢালাই দেওয়ার পূর্ব মুহূর্তে নির্ণামাধীন ব্রিজটি ধসে পড়ে। এতে ব্রিজে কাজ করতে থাকা শ্রমিকেরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় রফিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিতন চাকমা জানান, ব্রিজ ধসে পড়ে আহতদের অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়, তাদের মধ্যে একজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Image
  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- ফাইল ছবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল, সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জায়গাটির পুলিশকে অধিগ্রহণ করে দেওয়া হয়েছে। তাই এ জায়গা পুলিশেরই থাকবে। তিনি বলেন, মাঠের মালিকানা পুলিশের, আর এই মাঠ ব্যবহার করবে এলাকাবাসী।  তেঁতুলতলা মাঠটি স্কয়ার হাসপাতালের উল্টো দিকের একটি গলিতে। এটি মূলত একটি খালি জায়গা, যা পুলিশ জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ নিয়ে কলাবাগান থানার ভবন নির্মাণ করছিল।

ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুমকি সিরিয়ার

Image
ছবি: সংগৃহীত ইহুদিবাদী ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়ায় মাঝেমধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপর বহিঃশক্তির হামলার জবাব দেয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সেনা নিহত হওয়ার পর একইদিন গুতেরেসের কাছে ওই চিঠি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘নির্লজ্জ এবং কাপুরুষোচিত আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের দফতর থেকে এ হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয়েছে। স্বাধীন-সার্বভৌম দেশের ওপর আগ্রাসন না চালানোর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে তা মেনে চলতে ইসরাইলকে বাধ্য করারও আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আরো পড়ুন:  রুবলে রাশিয়ার গ্যাস কিনছে ইউরোপের চার দেশ

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত গোপন রাখার রহস্য

Image
  ছবি: সংগৃহীত শব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। মহান আল্লাহ তা’আলা এই রাতেই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। মহিমান্বিত এ রাতের গুরুত্বের কারণে রাসুল (সা.) এ রাতের অনুসন্ধান করতে বলেছেন।  আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সব পাপ মোচন করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তারও অতীতে সব গুনাহ মাফ করা হয়। (সহিহ বুখারি, হাদিস : ১৯০১) আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। (সহিহ বুখারি, হাদিস : ২০১৭)

ঈদের পর ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব

Image
  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ফটো করোনার মহামারি কমলেও শত চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। যেন মহামারি লেগেই রয়েছে দলটিতে। তবে ফের আগের মতোই ঈদুল ফিতরের পরে ঘুরে দাঁড়াতে চাইছে বিএনপি। তাই ঈদের পর দলের অবস্থান নির্ধারণ করতে লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, দেশি-বিদেশি চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতিতে গতি ফিরিয়ে আনতে ঈদের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়ার সঙ্গে জরুরি বৈঠক করতে  লন্ডন সফর করবেন দলের মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী, সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট গঠন করে ব্যর্থ হওয়ায় ড. কামালের সঙ্গে মির্জা ফখরুলকেও বিভিন্ন মহলের প্রশ্নের সম্মুখীন হতে হয়। নতুন করে জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েও বিতর্কের মুখে পড়েন তিনি। জানা গেছে, মূলত তারেক রহমানকে ছায়া নেতৃত্ব দিয়ে বিএনপি তথা জাতীয় সরকারকে তরান্বিত করা। এছাড়া তারেকের স্থলে অন্য কোনো নেতাকে বসিয়ে দলীয় গ্রহণযোগ্যতা বাঁড়িয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার মতো বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরামর্শের ...

ঈদের নতুন জামায় হাসি ফুটল ২২৩ শিশুর

Image
  প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও উদ্যোগ নিয়েছে ‘এক টাকায় শিক্ষা’ ঈদ ইভেন্ট এর। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১৭ সালে থেকে কাজ করছে ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও উদ্যোগ নিয়েছে ‘এক টাকায় শিক্ষা’ ঈদ ইভেন্ট এর। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৬০ জনকে ঈদের নতুন জামা উপহার দিয়েছেন তারা। একইদিনে ঢাকার মিরপুরে অদম্য স্কুলের ৬৩ শিশুকেও দেয়া হয়েছে ঈদের নতুন জামা। তবে কেবল হাটহাজারী আর মীরপুরে সীমাবদ্ধ নেই তাদের এই আয়োজনের। জানালেন, পর্যায়ক্রমে সরকারহাট, ফটিকছড়ি উপজেলা, ফেনী, চট্টগ্রাম নিউমার্কেট এরিয়া, রাউজান এবং সাতকানিয়া উপজেলায় সর্বমোট ৪০০ জন শিশুর হাতে প্রায় দুই লাখ টাকার নতুন জামা তুলে দেয়ার কথা রয়েছে।  ইভেন্ট পরিচালনার দায়িত্বে থাকা সাফায়াত সিদ্দিকী বলেন, সবার সহযোগিতায় চট্টগ্রামে ১৬০ জন এবং ঢাকায় আরো ৬৩ বাচ্চার মুখে ঈদের হাসি ফুটানো সম্ভব হয়েছে। সামনে আরো কয়েকটি জায়গায় এই ইভেন্ট চলবে। আরো যারা সহযোগিতা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।    

নীলফামারীতে বজ্রপাতের আগুনে পুড়ল ৯ বসতবাড়ি

Image
  ছবি: ডেইলি বাংলাদেশ নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতের ঘটনায় ৯টি বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউপির কবিরাজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ ৩ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার  রাত ৮টার দিকে ঝড় ও বজ্রের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের একপর্যায়ে ওই গ্রামের অতুল চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকারের বাড়িতে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পাশের বিপুল চন্দ্র সরকার, বিনয় চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, রাজেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যদের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড, সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৬টি বাড়ি সম্পূর্ণ এবং ৩ টির বেশির ভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, বাড়িতে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা করল যুবদল নেতার ক্যাডার বাহিনী

Image
  সীতাকুণ্ড মডেল থানা ছবি: ডেইলি বাংলাদেশ  সম্পর্কিত খবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে হাজার হাজার পণ্যবাহী যানবাহন চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবদল নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পৌর সদরের ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন তারা। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ হারুন। তিনি উপজেলা ড্রাম্প ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। আহত ব্যবসায়ীর নাম হারুনুর রশিদ। স্থানীয়রা জানান, ড্রাম্প ট্রাক মালিক সমিতির অফিসে বসে গাড়ির হিসাব-নিকাশসহ অন্যান্য কাজ করছিলেন মোহাম্মদ হারুন ও হারুনুর রশিদসহ কয়েকজন। ঐ সময় স্থানীয় যুবদল নেতা ও খুনসহ একাধিক মামলার আসামি মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা মোহাম্মদ হারুনকে মারধর করেন। একপর্যায়ে হারুন অজ্ঞান হয়ে পড়লে তারা অপর ব্যবসায়ী হারুনুর রশিদকে মাথা ও হাতে-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনার পর হারুনের জ্ঞান ফিরলে তিনি বাসায় চলে যা

দই ছাড়াই তৈরি করুন সুস্বাদু লাচ্ছি

Image
  লাচ্ছি। ছবি: সংগৃহীত  সম্পর্কিত খবর ইফতারে রাখুন পুষ্টিগুণে ভরপুর আপেলের শরবত  ওজন কমাতে ইফতারে রাখুন গুড়ের শরবত  কাঁচা মিঠা আমের রকমারি শরবত     গরমে প্রাণ জুড়াতে এক গ্লাস লাচ্ছির জুড়ি নেই। ইফতারেও বেশ মানিয়ে যায় সুস্বাদু এই পানীয়টি। নিশ্চয়ই জানেন, লাচ্ছি তৈরির অন্যতম উপাদান হলো দই। দই ছাড়া লাচ্ছি তৈরি করার কথা চিন্তা করা মুশকিল। কিন্তু আপনি চাইলে দই ছাড়াই তৈরি করতে পারেন সুস্বাদু লাচ্ছি। এর জন্য শুধু জানতে হবে পদ্ধতিটি। চলুন জেনে নেয়া যাক দই ছাড়া লাচ্ছি তৈরির রেসিপিটি- উপকরণ:  পানি ৪ কাপ, গুঁড়া দুধ ১২ চা চামচ, লেবুর রস ৮ চা চামচ, চিনি পরিমাণমতো, বরফ কুচি প্রয়োজন অনুযায়ী, আইসক্রিম স্বাদমতো, বাদাম কুচি স্বাদমতো। প্রণালী:  পানি সামান্য গরম করে নিন। এরপর তাতে গুঁড়া দুধ ভালো করে গুলিয়ে নিন। এবার দিন লেবুর রস। হালকা নেড়ে ঢেকে রাখুন মিনিট দশেক। এটুকু সময়েই দুধ জমাট বেঁধে যাবে। এবার একটি ব্লেন্ডারে জমাট বাঁধা দুধ, চিনি, অর্ধেকটা বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে পরিবেশন গ্লাসে ঢেলে নিন। এরপর উপরে এক স্কুপ করে আইসক্রিম দিয়...

রাশিয়া-ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধের ঘোষণা চীনা কোম্পানির

Image
  ছবি: সংগৃহীত বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়া ও ইউক্রেনে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান চীনের ডিজেআই টেকনোলজি কোম্পানি সাময়িকভাবে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথমবার চীনের কোনো বড় কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করল। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে ডিজেআই। ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং। আরো পড়ুন>>  ৩০ বছর ধরে রেস্টুরেন্টের ওয়াশরুমেই তৈরি হচ্ছিল সমুচা!

ভাসানচর থেকে পালিয়ে সন্দ্বীপে, ৩ রোহিঙ্গা আটক

Image
  আটককৃত তিন রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ  সম্পর্কিত খবর বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি রোহিঙ্গারা কৃতজ্ঞ: ডেনমার্কের রাজকুমারী নোয়াখালীর ভাসানচর থেকে সন্দ্বীপে পালিয়ে আসা তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাতে ঐ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভাসানচরের ৭৮ নম্বর ক্লাস্টারের মো. আবদুল হোসেন, ৬৬ নম্বর ক্লাস্টারের খাইয়ের হোসেন ও ৬৭ নম্বর ক্লাস্টারের সাব্বির আহাম্মদ। স্থানীয়রা জানান, রাতে এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে পরিচয় দেন। পরে তাদের জনপ্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। ইউপি মেম্বার আবদুল মজিব বলেন, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা তিন রোহিঙ্গাকে আটকের খবর দেয়। পরে গ্রাম পুলিশ পাঠিয়ে তাদের স্থানীয় পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়। সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২১ হাজার টাকায় ভাসানচরের ৭৮ নম্বর ক্লাস্টারের কামাল দালালের মাধ্যমে তাদের কক্সবাজার যাওয়ার চুক্তি হয় বলে জানায় রোহিঙ্গার...

ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা

Image
  ফাইল ছবি ফেব্রুয়ারিতে রাশিয়ান সামরিক আগ্রাসনের পর থেকে বন্ধ থাকা ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইউক্রেনিয়ার ফুটবল লিগে খেলা ক্লাবগুলো মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে এবারের লিগে কোন দল শিরোপা জয়ের সুযোগ পেল না। ইউক্রেনিয়ান প্রিমিয়াম লিগ এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ টেবিলে ক্লাবগুলোর যে অবস্থান ছিল সেটাই ২০২১/২২ মৌসুমের চূড়ান্ত অবস্থান হিসেবে ধরে নেয়া হবে। এখানে কোন চ্যাম্পিয়ন ক্লাব থাকবে না। ক্লাবগুলোর সর্বসম্মত এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য ইউক্রেনিয়ান এসোসিয়েশন অব ফুটবলের কার্যনির্বাহী কমিটির কাছে পেশ করা হবে’। সর্বশেষ অবস্থান অনুযায়ী ১৮তম রাউন্ড শেষে ডায়নামো কিয়েভের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ছিল শাখতার দোনেৎস্ক। এই দুই ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে দেয়া হতে পারে। শীতকালীন বিরতির পর আর শুরু করা যায়নি লিগের ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান আগ্রাসনের সঙ্গে সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মার্শাল ল চালু করেন।

হজ ফ্লাইট শুরু ৩১ মে, ভাড়া এক লাখ ৪০ হাজার

Image
  ফাইল ফটো চলতি বছর বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মে ধরা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ হয়েছে।  বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। বিমান প্রতিমন্ত্রী বলেন, গত দুই বছর আমরা হজ করতে পারিনি। এ বছর খুলেছে, আমরা আশার আলো দেখতে পাচ্ছি। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য আমরা বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে। তিনি বলেন, ৩১ মে প্রথম হজ ফ্লাইট হবে সেই ধারণা নিয়ে আলোচনায় বসেছি। এর মধ্যে যাতে সব কাজ সম্পন্ন করতে পারি, এ ব্যাপারে সবাই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবার দুটি বড় ৭৭৭ বিমানের ডেডিকে...

নিউমার্কেটের হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে: ডিবি

Image
  সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলমসহ অন্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকালে হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেফতারে ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা ডিবি পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মোরসালিন হত্যার ঘটনায়। তিনি আরো জানান, নাহিদ হত্যাকাণ্ডের ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এ কাজ এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষ বাধে। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।

ধুঁকতে থাকা শ্রীলংকাকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

Image
  ছবি: সংগৃহীত অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলংকাকে ৬০ কোটি মার্কিন ডলার সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। মূলত দেশটির অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি ব্যয় মেটানোর জন্য এই আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে শ্রীলংকার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এই সহায়তার ৪০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ‘দ্রুতই’ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলংকায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে বিশ্ব ব্যাংক। মহামারীর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ভারত মহাসাগরের দ্বীপদেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট নিয়ে এসেছে। এ মাসের শুরুতে আর্থিক সহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা শুরু করে শ্রীলংকা। এছাড়া তারা আরও কয়েকটি দেশ ও বহুজাতিক সংস্থার কাছেও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। ভারত এরইমধ্যে শ্রীলংকাকে ১৯০ কোটি ডলার দিয়েছে। জ্বালানিসহ নিত্যপণ্য আমদানির জন্য আরও ১৫০ কোটি ডলারের তহবিল পেতে দিল্লির সঙ্গে কথা বলছে কলম্বো। এছাড়া চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের এ...

ঈদযাত্রা: প্রথম দিন রেলপথে চট্টগ্রাম ছাড়ছে ১০ হাজার মানুষ

Image
  দুই বছর পর রেলপথে সেই চিরচেনা ঈদযাত্রা শুরু হয়েছে আজ  সম্পর্কিত খবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে হাজার হাজার পণ্যবাহী যানবাহন করোনা মহামারির কারণে দুই বছর পর রেলপথে সেই চিরচেনা ঈদযাত্রা শুরু হয়েছে আজ। প্রথম দিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১০টি আন্তঃনগর ও চারটি মেইল ট্রেন ছেড়ে যাচ্ছে। এসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের বাইরে দশ হাজারের বেশি যাত্রী চট্টগ্রাম ছাড়ছেন বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। তারা বলছেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টিকিট কাটতে যেমন আলাদা আলাদা কাউন্টার ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, তেমনি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতেও নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। লাইনে দাঁড়িয়ে স্টেশনের প্রবেশপথে আসার পর টিকিট প্রদর্শন করলেই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে পারছেন যাত্রীরা।

ব্রাজিলিয়ান ফুটবলে নারী পরিচালক

Image
  ফাইল ছবি প্রথমবারের মত নারী পরিচালক নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন অবকাঠামো প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি লুইসা রোসা। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৬ সালের রিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটিতে কাজ করেছেন রোসা। এ বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্থাপত্য প্রকল্পের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ৩৩ বছর বয়সী রোসা ২০১৪ বিশ্বকাপে ১৫টি উন্নয়নমূলক কর্মকান্ডে কাজ করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদর দপ্ত গ্রানা কোমারির সংষ্কার কাজও দেখাশুনা করছেন রোসা। নতুন নিয়োগে রোসার কাছ থেকে আরো ভাল কিছু পাবার ব্যপারে আশাবাদী সিবিএফ সভাপাতি এডনালডো রডরিগুয়েজ।

বাংলাদেশ থেকে ফেরি কিনতে আগ্রহী ইরান

Image
  ফাইল ছবি কাতারে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে ৬টি ফেরি কেনার আগ্রহ প্রকাশ করেছে ইরানের টিটি তেজারত গোস্টারেস কিস নামের একটি কোম্পানি।  তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এসব রো-রো ফেরি কেনার প্রস্তাব করেছে কোম্পানিটির মূল প্রতিষ্ঠান কিস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একইসঙ্গে একটি যাত্রীবাহী জাহাজ ভাড়া নিতে চায় কোম্পানিটি। ইরান ও কাতার পারস্য উপসাগরের দুই পাড়ে অবস্থিত দুটি দেশ। পারস্য উপসাগরের আড়াআড়ি দৈর্ঘ্য ২০০ থেকে ২৫০ কিলোমিটার। কিস হচ্ছে পারস্য উপসাগরে ইরানের একটি দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।  আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবলের ২২তম বিশ্ব আসর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে কাতারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক আসবেন। এ পর্যটকদের একটি অংশ কাতারের পাশাপাশি পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে।  পর্যটনের এ সম্ভাবনা এবং ইরানের নাগরিকদের সমুদ্রপথে ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারে যাওয়ার সময় নৌপথে যে বাড়তি চাহিদা সৃষ্টি হবে সে বিবেচনায় এসব রো-রো ফেরি কেনা ও যাত্রীবাহী জাহাজ ভাড়া নেয়ার কথা ভাবছে কোম্পানি...