রাশিয়া-ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধের ঘোষণা চীনা কোম্পানির

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়া ও ইউক্রেনে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান চীনের ডিজেআই টেকনোলজি কোম্পানি সাময়িকভাবে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথমবার চীনের কোনো বড় কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে ডিজেআই।

ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং।

আরো পড়ুন>> ৩০ বছর ধরে রেস্টুরেন্টের ওয়াশরুমেই তৈরি হচ্ছিল সমুচা!

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)