ভাসানচর থেকে পালিয়ে সন্দ্বীপে, ৩ রোহিঙ্গা আটক

আটককৃত তিন রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর ভাসানচর থেকে সন্দ্বীপে পালিয়ে আসা তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাতে ঐ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভাসানচরের ৭৮ নম্বর ক্লাস্টারের মো. আবদুল হোসেন, ৬৬ নম্বর ক্লাস্টারের খাইয়ের হোসেন ও ৬৭ নম্বর ক্লাস্টারের সাব্বির আহাম্মদ।
স্থানীয়রা জানান, রাতে এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে পরিচয় দেন। পরে তাদের জনপ্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়।
ইউপি মেম্বার আবদুল মজিব বলেন, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা তিন রোহিঙ্গাকে আটকের খবর দেয়। পরে গ্রাম পুলিশ পাঠিয়ে তাদের স্থানীয় পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়। সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২১ হাজার টাকায় ভাসানচরের ৭৮ নম্বর ক্লাস্টারের কামাল দালালের মাধ্যমে তাদের কক্সবাজার যাওয়ার চুক্তি হয় বলে জানায় রোহিঙ্গারা। রাত ১১টার দিকে কামাল এক লোকের মাধ্যমে নৌকায় করে তাদের সন্দ্বীপে পাঠায়। এখান থেকে গাড়িতে কক্সবাজার যাওয়ার কথা ছিল।
Comments
Post a Comment