ঈদের পর বিএনপির হাইকমান্ডের মুখোশ উন্মোচনে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন

 

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপিতে যোগ্যদের অবমূল্যায়ন আর অযোগ্যদের অতিমূল্যায়ন করার অভিযোগ নিয়ে ঈদের পর সংবাদ সম্মেলন করবেন দলটির বহিষ্কৃত নেতারা। সংবাদ সম্মেলনে তারেক রহমানসহ হাইকমান্ডের মুখোশ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি জানিয়েছে।

সূত্র জানায়, বিএনপিতে যোগ্যদের অবমূল্যায়ন আর অযোগ্যদের অতিমূল্যায়ন নতুন কিছু নয়। অযোগ্য নেতারা এখন অতিমূল্যায়িত হচ্ছেন। অন্যদিকে, সিনিয়র নেতারা অপদস্থ হচ্ছেন। আর যারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তারা একজোট হয়ে দলের হাইকমান্ডের মুখোশ খোলার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্রটি আরো জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। পুনর্গঠনের নামে টাকার বিনিময়ে সামনের সারিতে চলে আসে অযোগ্যরা। এতে দলটির বর্ষীয়ান নেতাদের সঙ্গে হাইকমান্ডের সম্পর্কের অবনতি ঘটে। তারেক রহমানসহ হাইকমান্ডের মুখোশ উন্মোচনের এ উদ্যোগ নিচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, খুলনা বিএনপির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নজরুল ইসলাম মঞ্জু ও দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

সূত্রটি জানায়, বঞ্চিত নেতারা চান দলের হারানো ঐতিহ্য ফিরে আসুক। আসন্ন নির্বাচনের আগে যোগ্য নেতারা দলের হাল ধরুক। তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হোক। তাই জনগণের সামনে দলের শীর্ষ নেতাদের মুখোশ উন্মোচন করা জরুরি। তাদের মুখোশ উন্মোচন হলেই বিএনপি হারানো ঐতিহ্য ফিরে পাবে।

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)