ঈদের পর ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ফটো

করোনার মহামারি কমলেও শত চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। যেন মহামারি লেগেই রয়েছে দলটিতে। তবে ফের আগের মতোই ঈদুল ফিতরের পরে ঘুরে দাঁড়াতে চাইছে বিএনপি। তাই ঈদের পর দলের অবস্থান নির্ধারণ করতে লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, দেশি-বিদেশি চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতিতে গতি ফিরিয়ে আনতে ঈদের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়ার সঙ্গে জরুরি বৈঠক করতে  লন্ডন সফর করবেন দলের মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী, সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট গঠন করে ব্যর্থ হওয়ায় ড. কামালের সঙ্গে মির্জা ফখরুলকেও বিভিন্ন মহলের প্রশ্নের সম্মুখীন হতে হয়। নতুন করে জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েও বিতর্কের মুখে পড়েন তিনি।

জানা গেছে, মূলত তারেক রহমানকে ছায়া নেতৃত্ব দিয়ে বিএনপি তথা জাতীয় সরকারকে তরান্বিত করা। এছাড়া তারেকের স্থলে অন্য কোনো নেতাকে বসিয়ে দলীয় গ্রহণযোগ্যতা বাঁড়িয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার মতো বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরামর্শের জন্য লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)