ঈদের নতুন জামায় হাসি ফুটল ২২৩ শিশুর

 

প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও উদ্যোগ নিয়েছে ‘এক টাকায় শিক্ষা’ ঈদ ইভেন্ট এর।

প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও উদ্যোগ নিয়েছে ‘এক টাকায় শিক্ষা’ ঈদ ইভেন্ট এর।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০১৭ সালে থেকে কাজ করছে ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় সংগঠনটি এবারও উদ্যোগ নিয়েছে ‘এক টাকায় শিক্ষা’ ঈদ ইভেন্ট এর।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৬০ জনকে ঈদের নতুন জামা উপহার দিয়েছেন তারা। একইদিনে ঢাকার মিরপুরে অদম্য স্কুলের ৬৩ শিশুকেও দেয়া হয়েছে ঈদের নতুন জামা।

তবে কেবল হাটহাজারী আর মীরপুরে সীমাবদ্ধ নেই তাদের এই আয়োজনের। জানালেন, পর্যায়ক্রমে সরকারহাট, ফটিকছড়ি উপজেলা, ফেনী, চট্টগ্রাম নিউমার্কেট এরিয়া, রাউজান এবং সাতকানিয়া উপজেলায় সর্বমোট ৪০০ জন শিশুর হাতে প্রায় দুই লাখ টাকার নতুন জামা তুলে দেয়ার কথা রয়েছে। 

ইভেন্ট পরিচালনার দায়িত্বে থাকা সাফায়াত সিদ্দিকী বলেন, সবার সহযোগিতায় চট্টগ্রামে ১৬০ জন এবং ঢাকায় আরো ৬৩ বাচ্চার মুখে ঈদের হাসি ফুটানো সম্ভব হয়েছে। সামনে আরো কয়েকটি জায়গায় এই ইভেন্ট চলবে। আরো যারা সহযোগিতা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।    

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)