ঈদযাত্রা: প্রথম দিন রেলপথে চট্টগ্রাম ছাড়ছে ১০ হাজার মানুষ

দুই বছর পর রেলপথে সেই চিরচেনা ঈদযাত্রা শুরু হয়েছে আজ
করোনা মহামারির কারণে দুই বছর পর রেলপথে সেই চিরচেনা ঈদযাত্রা শুরু হয়েছে আজ। প্রথম দিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১০টি আন্তঃনগর ও চারটি মেইল ট্রেন ছেড়ে যাচ্ছে। এসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের বাইরে দশ হাজারের বেশি যাত্রী চট্টগ্রাম ছাড়ছেন বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
তারা বলছেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টিকিট কাটতে যেমন আলাদা আলাদা কাউন্টার ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে, তেমনি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতেও নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। লাইনে দাঁড়িয়ে স্টেশনের প্রবেশপথে আসার পর টিকিট প্রদর্শন করলেই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে পারছেন যাত্রীরা।
Comments
Post a Comment