মেড ইন বাংলাদেশ, আপনার পোশাক হোক আরও টেকসই
ফ্যাশনদুরস্ত কোনো ইউরোপীয় কিংবা আমেরিকানের, হতে পারে কানাডীয়, অস্ট্রেলীয়, কিংবা জাপানির ওয়ারড্রবে কিছু কাপড় এখন মিলেই যাবে যাতে লেখা আছে 'মেড ইন বাংলাদেশ'। কয়েক দশক ধরে বাংলাদেশ থেকে কম খরচে কাপড় বানিয়ে নেওয়ার কৌশল কোন দেশের ফ্যাশন বেনিয়া না ব্যবহার করে আসছে। সেতো রয়েছেই। কিন্তু শিগগিরই এই বাংলাদেশকে রিসাইক্লিংয়ের জন্যও চিনতে হবে। গেলো সপ্তাহে বাংলাদেশে পোশাক তৈরি করে নেওয়া এইচএন্ডএম এবং টার্গেটের মতো অতি সচল ফ্যাশন ব্র্যান্ডগুলো এদেশ থেকে কাপড়ের রিসাংক্লিং করার এক উচ্চাকাঙ্খী প্রকল্পে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন মিডিয়া ফাস্টকোম্পানি.কম লিখছে, এই উদ্যোগকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে সুইডিশ অলাভজনক সংস্থা গ্লোবাল ফ্যাশন এজেন্ডা। অন্য রিসাইক্লিং প্রচেষ্টা থেকে এর ভিন্নতার দিকগুলো হচ্ছে- এই উদ্যোগে সামিল করা হয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় খেলুড়েদের। বড় ব্র্যান্ড, অতিকায় কারখানা, বৃহৎ কোম্পানি এর অন্তর্ভূক্ত হয়েছে। সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানগুলো চায়- বাংলাদেশই পোশাক রিসাইক্লিংয়ে নেতৃত্ব দিক। ফাস্টকোম্পানির নিবন্ধে এলিজাবেথ সেগরান লিখেছেন, এমনটাই ঠিক আছে: বিশ্বে এখ...