নারী সাংবাদিককে হুমকি, বাইডেনের সহকারীর পদত্যাগ
![]() |
নারী রিপোর্টারকে হুমকি দিয়ে বরখাস্ত হওয়া হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছে, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে ডাকলো ওই সাংবাদিককে ‘শেষ করে দেওয়ার’ করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
টুইটারে একটি স্বীকারোক্তিমূলক পোস্টে ডাকলো বলেছেন, ‘আমি যে ভাষায় কথা বলেছি তা জঘন্য ছিল। কোনো শব্দই আমার অনুতাপ, বিবৃত অবস্থা প্রকাশ করতে পারছে না। কোনো নারী অন্যের থেকে এ ধরনের কথা শুনতে চাইবেন না, বিশেষ করে তিনি যখন তার পেশাগত দায়িত্ব পালনে থাকবেন।’ আরো পড়ুন
Comments
Post a Comment