লেইপজিগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে লিভারপুল
![]() |
পাঁচ মিনিটের জোড়া ভুল, আর তাতেই হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হলো লেইপজিগকে। সাদিও মানে ও মোহাম্মদ সালা্হর গোলে নিজেদের কোয়ার্টার ফাইনালের পথ অনেকটা মসৃণ করেছে জার্গেন ক্লপের দল।
ম্যাচটি লেইপজিগের মাঠ রেড বুল অ্যারেনায়, তবে যুক্তরাজ্যসহ ১৭ টি দেশের নাগরিকদের জন্য জার্মানির নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ আয়োজন হয় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারতো লেইপজিগ। বাঁ দিক থেকে আনহেলিনোর ক্রসে ডি-বক্সে দানি ওলমোর ডাইভিং হেডে বল পোস্টে লাগে। আরো পড়ুন
Comments
Post a Comment