এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা
![]() |
ঘরের মাঠকে একরকম দূর্গ বানিয়ে রেখেছিলো মেসিরা। শেষ ৩৩ ম্যাচে ন্যু ক্যাম্পে কেবল একবারই হারে বার্সেলোনা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সে দূর্গ ভেঙে তছনছ করে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মে। এমবাপের হ্যাটট্রিক ও মইসে কিয়েনের গোলে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পিএসজি। বার্সার গোলটি আসে মেসির নেয়া পেনাল্টি থেকে।
বার্সা কোচ রোনাল্ড কোম্যান ও পিএসজি বস মারিও পচেত্তিনো দুজনই দল সাজান ৪-৩-৩ ছকে। ম্যাচের শুরু থেকে তাই আক্রমণাত্তক ফুটবল দেখতে পায় দর্শকরা আরো পড়ুন
Comments
Post a Comment