‘মিশন ইম্পসিবল ৮’ এর শুটিং পেছালো
![]() |
হলিউড তারকা টম ক্রুজের মিশন ইম্পসিবল ৭ এর পরপরই ৮ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এ অভিনেতা অন্য একটি ছবির প্রচারণায় ব্যস্থ থাকবেন বলে মিশন ইম্পসিবলের অষ্টম কিস্তির শুটিং পেছানো হয়েছে বলে জানায় প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স।
অ্যাকশন ফ্রেঞ্চাইজ ‘মিশন ইম্পসিবল ৭’ এর শুটির সম্প্রতি শেষ করেছেন টম ক্রুজ। করোনার প্রকোপ না থাকলে গতবছরই শেষ হওয়ার কথা ছিল চিত্রগ্রহণের কাজ। আরো পড়ুন
Comments
Post a Comment