২৫০ বছর আগে দেশে এত খেজুর গাছ কারা লাগালো

 ২৫০ বছর আগে দেশে এত খেজুর গাছ কারা লাগালো

খেজুর রস সংগ্রাহের চিত্র। একটি সাম্প্রতিক সময়ের, অন্যটি প্রায় ১১৫ বছর আগের। অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মাঘের ভোর, চারিদিকে নিস্তব্ধতা। কুয়াশার চাদরে মোড়ানো ঘুমন্ত গ্রাম। এমন আবহে মেঠোপথ ধরে ছুটে চলেন কিছু মানুষ; তাদের আমরা ‘গাছি’ বলেই ডাকি।  শরীরে প্যাঁচানো দড়ি। কোমরে বাঁশের ঝুড়ি, ভেতরে বাটাল-হাঁসুয়া। শরীরে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়ি নিয়ে তরতর করে বেয়ে ওঠেন খেজুর গাছে। খালি পাত্রটি বেঁধে দিয়ে নামিয়ে আনেন রসে টইটম্বুর হাঁড়ি।আরও পড়ুন ঃ

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)