
সাগরতলে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
১১১ বছর আগে আটলান্টিকের গভীরে হারিয়ে গিয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় জাহাজ টাইটানিক। পর্যটকদের পানির সাড়ে ১২ হাজার ফুট নিচে শতাব্দী প্রাচীন সেই জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যেত 'ওসেন গেট' সংস্থার ডুবোজাবহাজ টাইটান। সেই সাবমেরিনই পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে।আরও পড়ুন ঃ
Comments
Post a Comment