বিয়ের আগেই মা হতে চান ইলিয়েনা

 বিয়ের আগেই মা হতে চান ইলিয়েনা 

ইলিয়েনা ডিক্রুজ

‘বরফি’খ্যাত লিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। তিনি বিয়ের আগেই মা হতে যাওয়ার ঘোষণা দিলেন ব মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করে। 

পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ অন্যটি একটি লকেটের ছবি। তাতে লেখা ‘মামা’। এসব ছবির ক্যাপশনে লেখা— ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’আরও পড়ুন ঃ

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)