চায়ের ‘ধোঁয়ায়’ নেশায় বুঁদ
চায়ের ‘ধোঁয়ায়’ নেশায় বুঁদসুনসান নীরবতা। স্তব্ধ পুরো পথ। নেই কোনো আলো। ঘড়ির কাঁটায় রাত দেড়টা বাজলেও হেঁটে চলা। দূরপথে চোখে পড়ে ঝাপসা আলোর। মিনিট দুয়েক হাঁটতেই দেখা মেলে চায়ের দোকানের। দোকান ঘিরে উঠতি বয়সী কিছু তরুণ। আছেন শ্রমবেচা মানুষও। চা আর গরুর দুধের ধোঁয়া দেখে ইচ্ছে জাগে চুমুক দিতে। তবে ধোঁয়ায় ভেসে আসছে উৎকট গন্ধ
Comments
Post a Comment