জাতির কাছে প্রশ্ন, কবে আসছে জয়ার ‘বিউটি সার্কাস’?
জাতির কাছে প্রশ্ন, কবে আসছে জয়ার ‘বিউটি সার্কাস’?: জয়া আহসান অভিনীত প্রতীক্ষিত চলচ্চিত্র বিউটি সার্কাস । কিন্তু কবে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি? এর উত্তর জানা নেই কারো। মুখ খুলছেন না নির্মাতা মাহমুদ দিদার কিংবা সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। উল্টো সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই প্রশ্ন ছুঁড়ে দেয়া হল জাতির বিবেকের কাছে।
Comments
Post a Comment