ইতেশামুদ্দিনের হুঁকোর টান চমকে দিয়েছিল ইংরেজদের
ইতেশামুদ্দিনের হুঁকোর টান চমকে দিয়েছিল ইংরেজদের: সময়টা ১৭৬৬ সাল। মাথায় পাগড়ি, গায়ে চোগা-চাপকান, একেবারে রাজকীয় বেশে হুঁকোয় টান দিচ্ছেন একজন বাঙালি। তবে এদেশের মাটিতে নয়। লন্ডনের মাটিতে খোদ দেশি কায়দায় সুসজ্জিত বাহারি নলে ধোঁয়া ওড়াচ্ছেন তিনি। যদিও তামাক খাওয়ার অভ্যাস অবশ্য সেদেশে নতুন নয়, কিন্তু তাই বলে এরকম হুপ হুপ শব্দের হুঁকোয় টান! বিষয়টি খানিকটা অবাক করে ইংরেজদের। কৌতূহল মেটাতে বস্তুটি দেখতে ভিড়ও জমাতে থাকেন অনেকেই। কিন্তু কে এই বাঙালি? তিনি ইতেশামুদ্দিন।
Comments
Post a Comment