৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ
৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে মাঝ সাগরে পুড়ছে জাহাজ: আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী দ্য ফেলিসিটি এইসের একটি বিশাল কার্গো জাহাজে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় আজোর দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে। এতে ভক্সওয়াগেন গ্রুপের ল্যাম্বোরগিনি, পোর্শে, অডি গাড়ি রয়েছে।
Comments
Post a Comment