আন্দ্রে রাসেলের অদ্ভুত রান আউট দেখলো বিশ্ব (ভিডিও)
আন্দ্রে রাসেলের অদ্ভুত রান আউট দেখলো বিশ্ব (ভিডিও): বঙ্গবন্ধু বিপিএলে মিনিস্টার ঢাকা দলের ব্যাটার আন্দ্রে রাসেল অদ্ভুত রান আউটের শিকার হয়েছেন। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার খুলনা টাইগার্সের খেলোয়াড় শেখ মেহেদি হাসানের থ্রো প্রথমে ব্যাটিং প্রান্তের স্টাম্পে আঘাত করে। বল স্টাম্পে লেগে চলে আসে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তাতেই রান আউটের শিকার ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।
Comments
Post a Comment