বিমানের জ্বালানি হিসেবে কেন কেরোসিন ব্যবহার হয়?
বিমানের জ্বালানি হিসেবে কেন কেরোসিন ব্যবহার হয়?: আপনি কি জানেন- বিমান কোন তেলে চলে? জেনে অবাক হবেন বিমান চলে কেরোসিনে। কি, অবাক হচ্ছেন তাই না? আমরা সবাই জানি বিমান চলে জেট ফুয়েলে। কিন্তু এই জেট ফুয়েল কোন আলাদা জ্বালানি নয়। বরং এটা হচ্ছে জেট অ্যা-ওয়ান (Jet A-1) কেরোসিন।
Comments
Post a Comment