কম খরচে বিদেশেই স্মরণীয় হোক মধুচন্দ্রিমা
কম খরচে বিদেশেই স্মরণীয় হোক মধুচন্দ্রিমা: বিয়ের ধকল কাটাতে প্রয়োজন নিরিবিলি, একান্ত অবসর। কেতাবি ভাষায় যাকে বলে মধুচন্দ্রিমা। দুজন মানুষের একে অপরকে জেনে নেয়াও সহজ হয় এ অবসরে। দেশের মধ্যে যেতে পারেন কক্সবাজার, রাঙামাটি কিংবা সিলেট। আর দেশের বাইরের কথা চিন্তা করলেই প্রথমের খরচের বিষয়টি মাথায় আসে।
Comments
Post a Comment