টোকিও অলিম্পিকের পর্দা নামবে আজ

টোকিও অলিম্পিক-২০২০
দেখতে দেখতে ঘনিয়ে এলো টোকিও অলিম্পিকের। করোনাভাইরাসের হাজারো বাঁধা-বিপত্তি মোকাবিলা করে একটি সফল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আজ পর্দা নামছে টোকিও অলিম্পিকের। শেষ দিনে বিভিন্ন ইভেন্টে ১৩টি সোনার লড়াইয়ে প্রতিযোগিতায় নামবে বিভিন্ন দেশের অ্যাথলেটরা।
এখন পর্যন্ত সোনা জয়ের বিচারে তালিকায় সবার উপরে অবস্থান করছে চীন। দেশটির অ্যাথলেটরা জিতেছে সর্বোচ্চ ৩৮টি স্বর্ণ পদক। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা জিতেছে ৩৬টি স্বর্ণ।
তবে মোট পদকের হিসেব করা হলে চীনে পেছনে ফেলবে যুক্তরাষ্ট্র। সোনা, রুপা এবং ব্রোঞ্জ মিলিয়ে মোট পদক ১০৮টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। সেখানে চীনের সংগ্রহ ৮৭টি। আরো পড়ুন
Comments
Post a Comment