সাইবেরিয়ার গুহায় ২৮ হাজার বছর ধরে সংরক্ষিত সিংহ শাবকটি

এই সিংহ শাবকটির মারা যাওয়ার সময় বয়স ছিল মাত্র দুই মাস
স্পার্টা নামের দুই মাসের সিংহ শাবকটি পাওয়া যায় পূর্ব সাইবেরিয়ার একটি গুহার ভেতরে। সেখানেটি ২৮ হাজার বছর ধরে সংরক্ষিত আছে ছোট্ট সিংহ শাবকটি। স্টকহোম, সুইডেনের সেন্টার ফর প্যালিওজেনেটিক্সের গবেষকেরা শাবকটিকে অক্ষত অবস্থায় পেয়ে গবেষণাগারে এনেছিলেন।
অনুমান করা গেছে, শাবকটি একটি শিকারীর দ্বারা নিহত হয়েছিল। কিন্তু তারপরও শাবকটির খুলি, পাঁজর বা টিস্যুর কোনো ক্ষতি হয়নি। তারপরই বিশেষজ্ঞরা তার নরম কোষ এবং অঙ্গগুলো দিয়ে মমি তৈরি করেন।
Comments
Post a Comment