এখনো বার্সায় ফিরতে মরিয়া নেইমার

নেইমার -ফাইল ফটো
‘প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) বেশ সুখেই আছেন নেইমার’- জনমনে এমন প্রচার থাকলেও এখনো বার্সেলোনায় ফেরার জন্য মুখিয়ে আছেন ব্রাজিলীয় এই সুপার স্টার।
আগামী বছর পিএসজির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নেইমারের। গতকাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসা এই পিএসজি স্ট্রাইকার প্যরিসে নিজের ভবিষ্যৎ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, চুক্তির বিষয়ে আমি এখানে সময় পেয়েছি। সবার জন্য যেটি ভালো হবে সেইটিই করতে চাই আমরা। আমি এর মধ্যে বলেছি যে এখানে বর্তমানে বেশ ভাল আছি। আগের মৌসুমের তুলনায় এবার বেশী স্বস্তিবোধ করছি। আরো পড়ুন
Comments
Post a Comment