ছয় বছরের মধ্যে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হবে ২০২১ সালে

ফাইল ছবি
বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্বস্তি এসেছে অনেকটাই। ফাইভজি প্রযুক্তির বিস্তৃতি এবং আইফোনের প্রভাবে ২০২১ সালে স্মার্টফোন বিক্রির হার ও রাজস্ব আয়ের পরিমাণ ১৩ শতাংশ বৃদ্ধি পাবে।
সম্প্রতি এ বিষয়ে গবেষণা চালিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স। তাদের ফলাফল অনুযায়ী, করোনাকালে ব্যবসায়ীরা মনোবল হারালেও ২০২১ সালে স্মার্টফোন ব্যবসা খাত পুনরায় চাঙ্গা হয়ে উঠবে। খবর আইএএনএস
করোনা মহামারীতে ২০২০ সালে স্মার্টফোন বিক্রি ও রাজস্ব আয় ৫ শতাংশ কমে গিয়েছিল। তবে নতুন বছরের শুরু থেকেই আশা আলো দেখছে পুরো ইন্ডাস্ট্রি। ২০২১ সালে এ হার ১৩ শতাংশ বৃদ্ধি পাবে; যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। সামনের বছরগুলোতেও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাজার গবেষকরা।
Comments
Post a Comment