বিজ্ঞানী থেকে ইতিহাসের প্রথম সিরিয়াল কিলার, এই নারীর পরিণতি ছিল ভয়ংকর

লাকোস্টা মানব ইতিহাসের প্রথম সিরিয়াল কিলার
চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা আজ থেকে নয়, হাজার হাজার বছর আগেই এর শুরু। শেকড়বাকড় দিয়েই হতো চিকিৎসা। যাকে বলা হয় ভেষজ চিকিৎসা। এই ভেষজ চিকিৎসায় বিখ্যাত হয়েছেন অনেকেই। তেমনি একজনের ভেষজ বিজ্ঞান ছিল তার নখদর্পণে। গাছগাছড়া, শেকড়বাকড় খুঁজে তৈরি করতেন আশ্চর্য সব বিষ। সেই বিষের সামান্য প্রয়োগেই টপাটপ মারা যেত নির্দোষ মানুষ। এভাবে বিষপ্রয়োগ করে মানুষ মারাটা একসময় নেশার পর্যায়ে চলে যায় তার।
কখনও খেলার ছলে, কখনও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে চলতেই থাকে হত্যালীলা। শাস্তির ভয় ছিল না কোনো। কেননা রাজার খুব কাছের মানুষ ছিলেন তিনি। নিয়মিত সাহায্য করেন রাজকার্যেও। তার উদ্ভাবন করা বিষ দিয়েই মেরে ফেলা হত রাজার শত্রু আর দেশদ্রোহীদের। আর তাই সাত খুন কেন , সাতশ খুনও মাফ ছিল সেই বিজ্ঞানীর। আইনকানুনের চোখের সামনেই অবাধে চলছিল সেই মানুষ মারার খেলা। আরো পড়ুন
Comments
Post a Comment