করোনা মোকাবেলায় মিলিয়ন ডলারের বেশি অনুদান দিলেন মুস্তাফিজরা

ফাইল ছবি
করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারত। দেশটির কঠিন সময়ে পাশে দাঁড়াতে সাঞ্জু স্যামসন, মুস্তাফিজুর রহমান, জস বাটলারদের নিয়ে নিজেদের অর্থায়নে তহবিল গঠন করেছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়নের বেশি (৭.৫ কোটি রুপি) অনুদান দিয়েছে দলটি।
করোনাভাইরাসের প্রথম দফা কাটিয়ে ওঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার।
Comments
Post a Comment