হ্যালোইন: ভূতেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ

 

ছবি: হ্যালোইন উৎসব

ছবি: হ্যালোইন উৎসব

সারাবছর প্রতিদিনই কোনো না কোনো দিবস থাকেই। এর মধ্যে থাকে জাতীয় এবং আন্তর্জাতিক। জাতীয় দিবসগুলো যার যার দেশে পালিত হলেও আন্তর্জাতিক দিবসগুলো পালন করা হয় সারাবিশ্বেই। বছর এভাবেই শেষ হতে চলল। তবে অক্টোবর মাসের শেষের দিনটি পশ্চিমাদের জন্য এক আনন্দের দিন। 

এই দিনটি তারা উতসর্গ করে মৃত আত্মাদেরকে। অবাক লাগছে নিশ্চয়। একটু অবাক হওয়ারই কথা। এটি মূলত খ্রিষ্টানদের একটি উৎসব। পশ্চিমা দেশগুলোতে ঘটা করে পালন করা হয় দিনটি। তবে আমাদের দেশেও কিছু কিছু জায়গাতে এই দিনটি পালন করতে দেখা যায়। অনেকেই এই হ্যালোইন ডে বা হ্যালোইন দিবসের কথা জানেন। তবে অনেকেই হয়তো এখনো জানেন না এই দিবসটির পেছনের গল্প। তাদের জন্যই আজকের লেখা।    আরো পড়ুন

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)