ট্যাটু করলে হতে পারে যে মারাত্মক রোগ

 

ছবি: ট্যাটু করা বিপজ্জনক

ছবি: ট্যাটু করা বিপজ্জনক

বর্তমান প্রজন্ম তো ট্যাটু ছাড়া কিছুই বুঝে না, এমনই মত বয়স্কদের। বর্তমান হাল ফ্যাশনে ট্যাটু জায়গা দখল করেছে। অতীতেও শরীরে ট্যাটু বা উল্কি আঁকার প্রচলন ছিলো। তবে বর্তমানের মতো এতোটা না। 

ট্যাটু করার প্রবণতা গত কয়েক বছরে বেশ বেড়েছে। যা বেজায় ভয়ংকর বিষয়! ভয়ংকর কেন? সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, ট্যাটু করার সময় যে রং ব্যবহার করা হয় তাতে এমন কিছু কেমিকেল থাকে। 

যা রক্তে বেশি মাত্রায় মিশে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে ছোট-বড় যে কোনো রোগই বড় আকার ধারণ করার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায়।    আরো পড়ুন

Comments

Popular posts from this blog

কোথায় আছেন জাফর ইকবাল?

মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য (ভিডিও)