জাপানের সমুদ্রসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত জাপানের আঞ্চলিক সমুদ্রসীমায় চীনের চারটি জাহাজ অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ এনেছে জাপান। সোমবার (৩০ জানুয়ারি) জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে মিনামিকোজিমা এবং উওৎসুরিজিমা সমুদ্রদ্বীপের কাছাকাছি জলসীমায় চীনা জাহাজগুলো প্রবেশ করেছে। চীনে এ দ্বীপগুলো দিয়াওয়ু দ্বীপ নামে পরিচিত। আরও পড়ুন ঃ