চিকিৎসার নামে ভয়াবহ নির্মমতা, অস্ত্রোপচার করতে লাগতো না কোনো শিক্ষাগত যোগ্যতাও
রোগীকে কোনো রকম অনুভূতিনাশক দেয়া হত না সেসময় অপারেশ থিয়েটার শব্দটার সঙ্গেই কেমন যেন একটা নিস্তব্ধতা জড়িয়ে আছে। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম এক আবিষ্কার হচ্ছে অস্ত্রোপচার করা। এর শুরু হয় উনিশ শতকে। তবে এখনকার মতো এতো গুরুত্ব আর সাবধানতা মেনে বিশেষজ্ঞরা সে সময় অস্ত্রোপচার করতেন না। তখনকার চিত্র ছিল খুবই ভয়াবহ। উনবিংশ শতাব্দীর অপারেশন থিয়েটার গুলোর পরিবেশ হতো নোংরা, অবর্ণনীয় যন্ত্রণায় কাতর রোগীদের কান্না চিৎকার চেঁচামেচিতে-পূর্ণ ভয়াবহ ব্যাপার ছিল। সেসময় অনুভূতিনাশকের ব্যবহার হয়নি। চেতনানাশক না থাকার কারণে উনবিংশ শতাব্দীতে অস্ত্রোপচারে দক্ষতার চেয়ে দ্রুততা বেশি গুরুত্ব পেত। আরো পড়ুন